রাবির মতিহার হল ছাত্রদলের সভাপতি হাসিম, সম্পাদক নিশাত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রদের আবাসিক মতিহার হলে ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসিম রানাকে সভাপতি এবং পদার্থ বিজ্ঞান বিভাগের একই বর্ষের আব্দুল্লাহ আল নিশাতকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। আংশিক কমিটিকে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।
গত শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছয় সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আবিদ চৌধুরী ও সহ-সভাপতি হয়েছেন সাব্বির হোসেন; সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন সৈকত সরকার। এছাড়া সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল নোমান।
নতুন কমিটির সভাপতি হাসিম রানা বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে ছিলো, আছে এবং থাকবে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশ বাস্তবায়নে কাজ করে যেতে চাই। এছাড়া হলের শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবি নিয়ে, তাদের পাশে থেকে শিক্ষার্থীবান্ধব রাজনীতি করতে চাই।"