ফলাফল প্রকাশসহ ৪ দফা দাবিতে রাবির আরবী বিভাগে তালা!

ফলাফল প্রকাশসহ চার দফা দাবিতে অফিস কক্ষে তালা দিয়ে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবী বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের আন্দোলন চলমান ছিল।
গতকাল সোমবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে বিভাগের সামনে এই বিক্ষোভ করেন তাঁরা।
শিক্ষার্থীদের অভিযোগ, “তাদের চতুর্থ বষের ১ম সেমিস্টারের পরীক্ষা গত এপ্রিলে অনুষ্ঠিত হয়। অর্ডিন্যান্স অনুযায়ী এক মাসের মধ্যেই ফল প্রকাশের কথা। কিন্তু তিন মাস অপেক্ষা করার পরও ফলাফল প্রকাশিত না হওয়ায়, চার থেকে পাঁচ বার দফা দফায় পরীক্ষা কমিটির সভাপতি ও বিভাগের সভাপতির সাথে আলোচনা করা হয় কিন্তু কোনো অগ্রগতি আসেনি। এ আগেও প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট দিতে ৫ মাস লাগায় বিভাগের পরীক্ষা কমিটি।”
তাদের দাবিগুলো-পরীক্ষা কমিটির সভাপতি ক্ষমা চাওয়া, এক সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ , সময়মত চতুর্থ বর্ষ ২য় সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত এবং ফলাফল প্রকাশ করা।
এসময় বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, “পরীক্ষা শেষ হওয়ায় চার মাস কেটে গেলেও ফলাফল এখনও প্রকাশ হয়নি। ফলাফলের বিষয়ে জানতে চাইলে পরীক্ষা কমিটির সভাপতি ও সহকারী প্রক্টর অধ্যাপক বেলাল হোসাইন বেয়াদবি করেছেন। এমনকি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. বেলাল হোসেন আমাদেরকে হুমকি দেন। তিনি বলেন, "সাত দিনের মধ্যেও রেজাল্ট দিবো না; যা পারো তোমরা করো।"
রেজাল্ট দেরি হওয়ার বিষয়ে পরীক্ষা কমিটির সভাপতি আরবী বিভাগে অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, “রেজাল্ট দিতে দেরি হচ্ছে। কিন্তু আমরা বারবার চেষ্টা করছি যাতে দ্রুত হয়। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। আগামী বৃহস্পতিবারের মধ্যে আমরা রেজাল্ট দেওয়ার চেষ্টা করবো।”
সার্বিক বিষয়ে আরবী বিভাগের সভাপতি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেছেন, “ফলাফল প্রকাশে দেরি হলেও আমরা বারবার চেষ্টা করছি যাতে দ্রুত প্রকাশ করা যায়। শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছে এবং আগামী বৃহস্পতিবারের মধ্যে রেজাল্ট দেওয়ার চেষ্টা করা হবে। ভবিষ্যতে পরীক্ষার ফলাফল সময়মতো প্রকাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”