রাবি মার্কেটিং ক্লাবের সভাপতি তোফায়েল সম্পাদক জুলকিবলী

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মার্কেটিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিশেষ সাধারণ সভায় মার্কেটিং বিভাগের সভাপতি ও রাজশাহী ইউনিভার্সিটি মার্কেটিং ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক নূরুজ্জামান নতুন এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতি হিসেবে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তোফায়েল আহমেদ অনিক এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের জুলকিবলী হাসান নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সাবা হাসিন ইফাজ, মীর আরিফুল ইসলাম ও ইফাত সাদেক পুষ্প, কোষাধ্যক্ষ রেজওয়ানা শারমিন স্মৃতি, যুগ্ম সম্পাদক সুদীপ্ত কুমার সরকার, পলাশ চন্দ্র দেবনাথ ও এস. এম. ওয়াহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক ইমন পোশনেম এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. সামিউল ইসলাম।
সভাপতি তোফায়েল আহমেদ অনিক বলেন, সভাপতির দায়িত্ব গ্রহণ করা আমার জন্য শুধু একটি পদ নয়—এটি এক বিশাল দায়িত্ব, এক অঙ্গীকার। রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং ক্লাব আমার কাছে একটি পরিবারের মতো। ক্লাবটিকে আরও গতিশীল ও কার্যকর করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমি কাজ করবো, যাতে শিক্ষার্থীরা নিজেদেরকে ভবিষ্যতের কর্পোরেট ও প্রতিযোগিতামূলক পরিবেশের জন্য প্রস্তুত করতে পারে। এই যাত্রায় আমি সকলের সহযোগিতা কামনা করছি।
এসময় ক্লাবের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য সহযোগী অধ্যাপক শেখ শামীমা সুলতানা এবং সহযোগী অধ্যাপক মোছা. আঞ্জুমান আরা উপস্থিত ছিলেন।