রাবিতে ‘গ্রীন ভয়েস’-এর উদ্যোগে ৩০০ বৃক্ষ রোপণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিবেশবান্ধব স্বেচ্ছাসেবী সংগঠন 'গ্রীন ভয়েস' বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে৷ আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে সংগঠনটি ৷
“বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫” শীর্ষক এই আয়োজনে ফলজ, বনজ ও ঔষধিসহ মোট ৩০০টি বৃক্ষ রোপণ করা হয়। এর মধ্যে ছিল—দেবদারু, অর্জুন, মেহগনি, জয়তুন, কাঞ্চন, পলাশ, ছাতিম, শিউলি, লেবু, আমলকি, কদবেল, বেল, ঝাউগাছ, নিম, ও জারুলসহ নানা প্রজাতির গাছ।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন গ্রীন ভয়েস-এর কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আহসান হাবিব, রাবি শাখা বিভিন্ন আবাসিক হল এর সদস্যবৃন্দ এবং হল প্রাধ্যক্ষসহ পরিবেশ সচেতন শিক্ষার্থীরা।
বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়ে শাহ মখদুম হলের প্রাধ্যক্ষ ড.সৈয়দ সারোয়ার জাহান বলেন,পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। গ্রীন ভয়েস এর মতো সবাই যদি বৃক্ষ রোপণ করে এবং পরিবেশের প্রতি যত্নশীল হয় তাহলে সবুজ বাংলাদেশ গড়বে, আসুন আমরা সবাই বৃক্ষ রোপণ করি।
সংগঠনটির শাহ মখদুম হলের প্রতিনিধি আওলাদ হোসেন বাবু বলেন, আমরা চাই, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজ পরিবেশ গড়ে তুলবে এবং অন্যদেরও পরিবেশবান্ধব কাজের প্রতি উদ্বুদ্ধ করবে।