জাতীয় পর্যায়ে অনন্য কৃতিত্ব, ইবির শান্ত শিশিরের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ রোভার স্কাউটের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক আসরে কৃতিত্ব অর্জনকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষার্থী মোঃ শান্ত শিশি গত মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টায় উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের এই প্রতিনিধি দলে অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন।
শান্ত শিশির সম্প্রতি বাংলাদেশ রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, বাহাদুরপুর, গাজীপুরে অনুষ্ঠিত আঞ্চলিক ইয়ুথ ফোরামে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেন। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে অনুষ্ঠিত “জাতীয় ইয়ুথ ফোরামে” অংশগ্রহণসহ সিরাজগঞ্জের হার্ড পয়েন্টে অনুষ্ঠিত ৭ম জাতীয় কমডেকায় “সেবা ১২ ইয়ুথ পার্লামেন্টে” সফলভাবে অংশগ্রহণ করেন।
এসময় উপাচার্য রোভার স্কাউটের আরেক সদস্য জাহিদ হাসানকে কুষ্টিয়া সেন্ট্রাল কলেজে অনুষ্ঠিত রোভার মেট কোর্স সফলভাবে সম্পন্ন করায় অভিনন্দন জানান।
সাক্ষাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক, রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, ইউনিট কাউন্সিলের সভাপতি দিদারুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক খন্দকার আবু সায়েমসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।