রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘প্রচেষ্টা ফাউন্ডেশনের’ নতুন কমিটি গঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রচেষ্টা ফাউন্ডেশনের’ নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বাগতম বর্মণ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ নাঈম মন্ডল।
নতুন কমিটিতে আরও দায়িত্ব পেয়েছেন—সহ-সভাপতি মোঃ সাজেদুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌস ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান আরমান, অর্থ সম্পাদক নির্জয় রায়সহ মোট ২৪ জন সদস্য।
নতুন কমিটি নিয়ে সভাপতি স্বাগতম বর্মণ বলেন, “প্রচেষ্টা সবসময় শিক্ষার্থীদের নেতৃত্বে সমাজসেবামূলক কাজে এগিয়ে এসেছে। নতুন কমিটি এ ধারা অব্যাহত রাখবে।”
সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ সাইফুল ইসলাম বলেন, “প্রচেষ্টা ফাউন্ডেশন সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাবে। আপনারা আমাদের পাশে সবসময় থাকবেন ও আপনাদের পাশে চাই।”
উল্লেখ্য, ২০২২ সালে প্রতিষ্ঠিত প্রচেষ্টা ফাউন্ডেশন পথশিশুদের সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ ও প্রাকৃতিক দুর্যোগে সহায়তাসহ নানামুখী সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।