Times Today
অনুসন্ধান করতে টাইপ করুন
কোন ফলাফল পাওয়া যায়নি

রাবি ছাত্রদলের ৩ মাসের কমিটি চলছে ৪ বছরের বেশি, অধিকাংশের নেই নিয়মিত ছাত্রত্ব

রাবি ছাত্রদলের ৩ মাসের কমিটি চলছে ৪ বছরের বেশি, অধিকাংশের নেই নিয়মিত ছাত্রত্ব

গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ক কমিটির মেয়াদ তিন মাস হলেও ৪ বছর ধরে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম। দীর্ঘদিন নতুন কমিটি না হওয়ায় ক্ষুব্ধ সংগঠনটির অনেক নেতা-কর্মী। এছাড়া আহ্বায়ক কমিটির প্রায় সব নেতারই শেষ হয়েছে ছাত্রত্ব। সংগঠনটির কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে বহিরাগত শিক্ষার্থীদেরও।

খোঁজ নিয়ে জানা যায়, কমিটির আহ্বায়ক সুলতান আহমেদ রাহীর নিয়মিত ছাত্রত্ব শেষ হয়েছে কমিটি ঘোষণার আগেই। সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিনও ছেড়েছেন রাজনীতি। ১৫ জন যুগ্ম আহ্বায়ক এবং ১৪ আহ্বায়ক সদস্যদের মধ্যে নিয়মিত ছাত্রত্ব আছে মাত্র ৬ জনের।

এছাড়াও কেউ কেউ রাজনীতি ছেড়ে চাকরি করছেন। আবার কেউবা পাড়ি জমিয়েছেন প্রবাসে। রয়েছে বিবাহের অভিযোগও এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার কাছ থেকে চাঁদা দাবি সহ বিভিন্ন অভিযোগে বহিষ্কৃত ও অব্যাহতিপ্রাপ্ত হয়েছেন ৩ জন। তাছাড়া আহ্বায়ক কমিটির ২৯ জনের ১০ জনই নিষ্ক্রিয় রাজনীতিতে। 

যুগ্ম-আহ্বায়কদের মধ্যে নিষ্ক্রিয় সদস্যরা হলেন, বুলবুল রহমান, শামস দীপ্ত, জহির শাওন, সম্রাট আব্দুল লতিফ, ওয়াজেদ আলী ও শুরু থেকেই নিষ্ক্রিয় নাসির আহম্মেদ। আহ্বায়ক সদস্যদের মধ্যে নিষ্ক্রিয় ভূমিকায় জাকির রেদোয়ান ও সজীব ওয়াজেদ জয়। এর মধ্যে সজীব ওয়াজেদ জয় পাড়ি জমিয়েছেন প্রবাসে এবং সম্রাট আব্দুল লতিফ করছেন চাকরি।  

ছাত্রদল সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১ সালের ১৬ জুলাই ৩১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদল। যেখানে সুলতান আহমেদ রাহীকে আহ্বায়ক এবং শামসুদ্দিন চৌধুরী সানিনকে সদস্য সচিব করা হয়েছিল৷ এছাড়াও কমিটির ১৫ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ১৪ জনকে আহ্বায়ক সদস্য ঘোষণা করেছিলেন। বর্তমানে মোট ৩১ জনের মধ্যে নিয়মিত ছাত্রত্ব আছে মাত্র ৬ জনের। রাজনীতিতে সক্রিয় রয়েছেন মাত্র ১৯ জন।

আরও জানা যায়, ৫ আগস্টের পরে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতার কাছে চাঁদা দাবি সংক্রান্ত ফোনালাপ ফাঁস হওয়ার পর শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিবকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি এবং কর্মী হাসিবুল ইসলাম হাসিবকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ছাত্রদল। পরে ২২ অক্টোবর আরেক ফোনালাপ ফাঁসের পর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেনকে বহিষ্কার করা হয়।

এছাড়াও অনিয়মিতের কারণে ২০২২ সালে অব্যাহতি পেয়েছিলেন সদস্য তাকবীর আহমেদ ইমন। একই বছর সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে সাময়িক অব্যাহতির গুঞ্জন ওঠে যুগ্ম আহ্বায়ক সম্রাট আব্দুল লতিফ, শফিকুল ইসলাম, মেহেদী হাসান ও আহসান হাবীবের বিরুদ্ধে। ২০২৩ সালেও সাময়িক বহিষ্কার হয়েছিলেন যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান ও আহসান হাবীব। এমতাবস্থায় মাত্র ৬ জন নিয়মিত ছাত্রত্ব থাকা নেতা রয়েছে সংগঠনটিতে।

ছাত্রদলের গঠনতন্ত্রের ১৪ নম্বর অনুচ্ছেদের ‘খ’ ধারায় বলা হয়েছে, আহ্বায়ক কমিটি অবশ্যই তিন মাসের মধ্যে সম্মেলন সম্পন্ন করবে এবং ‘গ’ ধারায় বলা হয়, কোনো কারণে আহ্বায়ক কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মেলন করতে ব্যর্থ হলে এ ক্ষেত্রে কেন্দ্র সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ৩ বছর পর সম্মেলন করতে সক্ষম হলেও ৪ বছরেও পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করতে সক্ষম হয়নি। এমনকি কেন্দ্রও এখন পর্যন্ত কোনো সিন্ধান্ত নেয়নি।

কমিটির বিষয়ে হতাশ প্রকাশ করে রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ তাহের রহমান বলেন, রাবি ছাত্রদলের সাংগঠনিক কাঠামো গতিশীল করার কথা অনুভব করেই হাসিনার আমলে ২০২৪ সালের ১০ মে তারিখে আমাদের কর্মী সম্মেলন হয়েছে। যেখানে কেন্দ্রীয় ছাত্রদলের প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম ভাই-এর নেতৃত্বে রাবি ছাত্রদলের সম্মেলন হয়। যখন কমিটি গঠন বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কাজ করছিলেন, তখনই জুলাই-আগস্টের আন্দোলন শুরু হয়। তারই প্রেক্ষাপটে কমিটি দেয়া সম্ভব হয়নি। তারপর হাসিনারও পতন হয়। এখন পর্যন্ত আমরা শুধু জানি কমিটি হবে, কার্যক্রম চলতেছে। কিন্তু গত নয় মাসেও কমিটি হয়নি। কী কারণে হয়নি, সে বিষয়ে আমরা অবগত নয়।

‘আপনারা কেমন নেতৃত্ব চান?’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীরা চাচ্ছে তারুণ্য নির্ভর কোন কমিটি আসুক। যারা শিক্ষার্থীদের পাল্স বুঝে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। যেন শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতিফলন ঘটে। এমন নেতৃত্ব আমরাও প্রত্যাশা করি। আর যেহেতু এখানে ৬৪টি জেলার শিক্ষার্থীরাই পড়াশোনা করে, তাই কমিটি যেন শুধু রাজশাহী কেন্দ্রিক না হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা অভিযোগ করে বলেন, ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী কেন্দ্রীয় ছাত্রদলকে মোটা অংকের অর্থ দিয়েই এই আহবায়ক কমিটি ধরে রাখছেন।

কেন্দ্রীয় ছাত্রদলকে অর্থ দিয়ে আহ্বায়ক কমিটি দীর্ঘ করছেন কিনা জানতে চাইলে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ রাহী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এখনো এমন কোন বাজে দিন আসেনি, যেখানে আমার মত একজন বিশ্ববিদ্যালয় আহ্বায়কের টাকা নিয়ে তাদের চলতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদক বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাখতে পারছিলেন বলেই তারা আজকে পবিত্র দায়িত্ব পালন করতে সক্ষম হচ্ছেন।

রাবি শাখার কমিটি কবে ঘোষণা করা হবে জানতে চাইলে তিনি বলেন, এটা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত। তবে খুব শীঘ্রই রাবিতে কমিটি ঘোষণা করা হবে। যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামের ভূমিকা রেখেছে এবং যোগ্য নেতৃত্ব যাচাই-বাছাই করে তা প্রকাশ করবে।


রাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির দশ জন নিষ্ক্রিয় এবং রয়েছেন বহিষ্কৃত ও অব্যাহতিপ্রাপ্তরাও, তাই কার্যক্রমের কোন বিঘ্নতা ঘটছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের তো বৃহৎ সংগঠন। আমাদের ছাত্রদলের কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষী অনেক। এসব নিয়ে আমাদের বিঘ্ন ঘটে না। সংগঠন আমাদের ভালোভাবেই চলে। তবে সদস্য বৃদ্ধি হলে, যারা নেতৃত্ব আছেন, তাদের উপরে চাপ একটু কমে আসে। আমরা কেন্দ্রকে বিষয়টি জানিয়েছি। তারা এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন। 

নিষ্ক্রিয়রা কেনো নিষ্ক্রিয় হয়েছে? জানতে চাইলে তিনি বলেন, যেহেতু রাজশাহী অঞ্চলে পার্ট টাইম জবের সুযোগ-সুবিধা খুবই কম, তাই যাদের পড়াশোনা শেষ হয়েছে, তারা নিজ এলাকায় চাকরি, ব্যবসা-বাণিজ্য এবং অবস্থান করছে। 

বর্তমান কমিটির অধিকাংশই রেগুলার ছাত্রত্ব নেই এবং আপনিই বলছেন অনেকের ছাত্রত্ব শেষ হয়েছে। তাহলে কী রাবি ছাত্রদল অছাত্র দিয়েই চলছে?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের এখানে (কমিটিতে) যারা আছেন তারা সকলেই ছাত্র। আমার নিজেও ছাত্রত্ব আছে। আমি সাংবাদিকতা কোর্সে ভর্তি আছি। আমাদের যারা আছেন, তারা সকলেই বিভিন্ন ভাষা কোর্স, মাস্টার্স কোর্সে ভর্তি আছেন এবং পড়াশোনা চলমান রেখেছেন। 

ছাত্রদলের নিয়মিত ছাত্র কম কেন? জানতে চাইলে তিনি বলেন, আমাদের ৯৮ শতাংশ নেতা-কর্মীই নিয়মিত ছাত্রত্ব আছে। আহ্বায়ক কমিটির অনেকেই বিভিন্ন কোর্সের নিয়মিত ছাত্র।

বিভিন্ন আন্দোলনে বহিরাগতদের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, ১৭ই জুলাই যখন বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ হয়ে যায়, তখন রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীরাই রাবির আন্দোলন সফল করেছে। আমরা যখন ৫-৭ দিন আগেই বিশ্ববিদ্যালয়ের কোনো প্রোগ্রাম বা আন্দোলন ঘোষণা করি, তখন সাংবাদিক বা আমাদের রাজনৈতিক শুভাকাঙ্ক্ষীদের মধ্যে অনেকেই বিষয়টি সম্পর্কে অবগত হয়। আমি রাজশাহীর সন্তান হওয়ায়, তারা আমার প্রতি এবং ছাত্রদলের প্রতি ভালবাসা থেকেই আন্দোলনে আসে। তাদের কাউকে জোর করে আনা হয় না।

আরেকটি বিষয় হলো, রাজশাহী কলেজ ইউনিট বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কমিটি ঘোষণা করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি, সেক্রেটারি বা আহ্বায়কের সিগনেচারে সেখানে কমিটি ঘোষণা করা হয় এবং ওই কলেজের রানিং যে সভাপতি, সে আমাদের রাবির আহ্বায়ক কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ শিক্ষার্থী। শিবিরে কিন্তু স্কুলে কমিটি আছে, কিন্তু আমাদের কোন স্কুল কমিটি নেই, আমাদের কলেজে কমিটি আছে। তারই সুবাদে তারা আসেন। এমনকি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চায়ের দোকানীও আমাদের ভালোবেসে আমাদের আন্দোলনে আসেন। তাদের সকলের সাথে আমাদের আত্মা এবং ভালবাসার সম্পর্ক। 

সার্বিক বিষয়ে জানতে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত নেতা ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের মুঠোফোনে কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদ জানালো ভুয়া AI অডিওর বিষয়ে!

স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদ জানালো ভুয়া AI অডিওর বিষয়ে!

হিটওয়েভ শুধু তাপ নয়, ত্বরান্বিত করে মানুষের বার্ধক্য!

হিটওয়েভ শুধু তাপ নয়, ত্বরান্বিত করে মানুষের বার্ধক্য!

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ২০টি পদে অস্থায়ী নিয়োগের বিজ্ঞপ্তি!

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ২০টি পদে অস্থায়ী নিয়োগের বিজ্ঞপ্তি!

সকালের নাশতায় কোন খাবারগুলো স্বাস্থ্যকর?

সকালের নাশতায় কোন খাবারগুলো স্বাস্থ্যকর?

ই-টিআইএন থাকা সত্ত্বেও রিটার্ন না দেয়ার জন্য নোটিশের নির্দেশ এনবিআরের!

ই-টিআইএন থাকা সত্ত্বেও রিটার্ন না দেয়ার জন্য নোটিশের নির্দেশ এনবিআরের!

টঙ্গীবাড়ীতে নদীভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন !

টঙ্গীবাড়ীতে নদীভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন !

আলমডাঙ্গায় ৫ ডাকাত আটক, দেশীয় অস্ত্র - সরঞ্জাম উদ্ধার!

আলমডাঙ্গায় ৫ ডাকাত  আটক, দেশীয় অস্ত্র - সরঞ্জাম উদ্ধার!

ইসলামী আন্দোলনের সফলতার মূলমন্ত্র পরিশ্রম করা- চুয়াডাঙ্গায় ছাত্র সমাবেশে জেলা আমীর রুহুল আমীন !

ইসলামী আন্দোলনের সফলতার মূলমন্ত্র পরিশ্রম করা- চুয়াডাঙ্গায় ছাত্র সমাবেশে জেলা আমীর রুহুল আমীন !

কলমাকান্দা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, পাঁচ যুবক আটক!

কলমাকান্দা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, পাঁচ যুবক আটক!

চট্টগ্রামে কাঁচাবাজারে অস্বস্তি, কিছুটা স্বস্তিতে চালের বাজার

চট্টগ্রামে কাঁচাবাজারে অস্বস্তি, কিছুটা স্বস্তিতে চালের বাজার

ঝিনাইগাতীতে ১৯ মামলার আসামিসহ গ্রেপ্তার ৬!

ঝিনাইগাতীতে ১৯ মামলার আসামিসহ গ্রেপ্তার ৬!

শৈলকুপায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় চুরি, ভল্ট ভেঙ্গে নগদ টাকা লুট!

শৈলকুপায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় চুরি, ভল্ট ভেঙ্গে নগদ টাকা লুট!

ফসলের ক্ষতি করে লোকালয়ে হাতির দল, দেখতে উৎসুক মানুষের ভিড়!

ফসলের ক্ষতি করে লোকালয়ে হাতির দল, দেখতে উৎসুক মানুষের ভিড়!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (জাকসু) পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (জাকসু) পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল

শেরপুরে শাপলা ফুলের লোভে ডুবে গেল দুই কিশোরী!

শেরপুরে শাপলা ফুলের লোভে ডুবে গেল দুই কিশোরী!

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

সব খবর