ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৭ দফা দাবি: নতুন রাজনৈতিক বন্দোবস্তে তরুণ ভোটের গুরুত্ব

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শুক্রবার (২২ আগস্ট) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত তাদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭ দফা দাবি প্রকাশ করেছে। সংগঠনের সহ-সভাপতি মুনতাছির আহমাদ জানান, আগামী জাতীয় নির্বাচনে তরুণ প্রজন্মের ভোটের মূল্যায়ন, ফ্যাসিজমের পুনরাবৃত্তি রোধ এবং সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
সংগঠনটির অন্য দাবিগুলোতে রয়েছে—
১. নতুন বাংলাদেশে নির্বাচিত স্বৈরাচার, দুর্নীতিবাজ ও লুটেরা শ্রেণি রাষ্ট্রক্ষমতা ব্যবহার না করতে পারবে।
২. ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তিতে বৈষম্যহীন শোষণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সনদ প্রণয়ন।
৩. মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন ও জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা বাস্তবায়ন।
৪. ছাত্র রাজনীতিতে অপরাজনীতি ও সন্ত্রাস রোধ, সুষ্ঠু শিক্ষাব্যবস্থা এবং ক্যাম্পাসে নির্বাচিত আদর্শ নেতৃত্ব নিশ্চিত করা।
৫. পতিত ফ্যাসিবাদ ও পিলখানা, শাপলা ও জুলাইসহ সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা।
৬. দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও খুনখারাবি রোধে প্রশাসনের কার্যকর দায়িত্ব পালন নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।