জাবির সাবেক শিক্ষক মাহমুদুর রহমান জনি কারাগারে

জুলাই আন্দোলনে ছাত্রদল নেতা আরিফুর রহমান রাসেল হত্যা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক সহকারী প্রক্টর মাহমুদুর রহমান জনিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (২৩ আগস্ট) ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ’র আদালতে শুনানি শেষে জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
হাতে হাতকড়া পরিয়ে আদালতের হাজতখানায় নেওয়ার সময় জনি সাংবাদিকদের বলেন, “এ দেশে এখন কাউকে ধরতে যৌক্তিক কোনো কারণ লাগে না। তবে সত্যের জয় হবে।”
মামলার বিবরণীতে বলা হয়েছে, গত ৫ আগস্ট সাভারের মুক্তির মোড়ে আন্দোলনে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব শাখার যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান রাসেল। নিহতের ভাই সাইদুর রহমান ১৬ সেপ্টেম্বর সাভার থানায় হত্যা মামলা করেন।
পুলিশ জানায়, শুক্রবার রাতে সাভারের ব্যাংক টাউন মহল্লা থেকে মাহমুদুর রহমান জনিকে গ্রেপ্তার করা হয়।