ধর্মপাশায় কনে দেখতে গিয়ে নৌকাডুবি, দুইজন নিখোঁজ

সুনামগঞ্জের ধর্মপাশার ধারম হাওরে কনে দেখতে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে দুইজন নিখোঁজ হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন সদর ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে শামসুদ্দিন এবং কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে নুসরাত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কান্দাপাড়া থেকে জয়শ্রী ইউনিয়নের মহেশপুরে কনে দেখতে যাচ্ছিলেন নৌকার চালকসহ ৭ জন। ধারম হাওরে পৌঁছালে হঠাৎ ঝড় শুরু হয়। ঝড়ের কবলে নৌকাটি ডুবে যায়।
এসময় হাওরে থাকা অন্য নৌকার মাঝিরা ছুটে এসে নৌকার চালকসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করেন। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে নিখোঁজদের উদ্ধারে স্থানীয়দের সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে বলে জানিয়েছেন ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক।