সিলেটে সাদাপাথর লুট: দুদকের তালিকায় ভাইরাল ভিডিওর মুখোমুখি মোকাররিম আহমদ

সিলেটের সাদাপাথর লুট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিকবার ভিডিও আপলোড করে কটূক্তি ও লুট হয়নি বলে দাবি করে ভাইরাল হওয়া মোকাররিম আহমদ এখন দুদকের (দুর্নীতি দমন কমিশন) তালিকায় তার নাম দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মোকাররিম আহমদ সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি ছাত্র জমিয়তের কোম্পানিগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক এবং জামেয়া ইসলামিয়া হোসাইনিয়া নয়া সড়ক মাদ্রাসার শিক্ষক হিসেবে নিয়োজিত। এছাড়াও সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বিভিন্ন সংগঠনে সম্পৃক্ত থাকার দাবি করেন।
দুদকের তালিকায় নাম আসার পর জনমনে প্রশ্ন উঠেছে—তিনি কি শুধু ভাইরাল হতে চেয়েছিলেন, নাকি এর পেছনে রয়েছে কোনো গোপন উদ্দেশ্য।
মোকাররিম আহমদ বলেন, “দুদকের তালিকায় আমার নাম দেখে আমি হতবাক। যেখানে পাথর সম্বন্ধে আমার ন্যূনতম ধারণা নেই সেখানে আমাকে জড়িত করা হয়েছে। আমি শুধু সামাজিক কাজে সম্পৃক্ত এবং সাদাপাথরের ভিজিটে একটি ভিডিও আপলোড করেছিলাম, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।”