সিলেটে নতুন ডিসিকে ফুল দিয়ে শুভেচ্ছা, টিটিসি অধ্যক্ষ নাহিদ নিয়াজকে ঘিরে সমালোচনা

সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মো. শেখ নাহিদ নিয়াজকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর এ নিয়ে সামাজিক ও রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
অভিযোগ উঠেছে, বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবশালী ব্যক্তিদের তোষণ করে তিনি পদে টিকে থাকার চেষ্টা করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে তাঁর বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠলেও তিনি বহাল থাকেন। আবার সাম্প্রতিক সময়ে জামায়াতপন্থি মহলের সঙ্গেও ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ রয়েছে।
এ নিয়ে স্থানীয় রাজনৈতিক মহল বলছে, এমন কর্মকাণ্ডে সিলেটের নতুন ডিসিকে ঘিরে অযাচিত বিতর্ক তৈরি হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে অধ্যক্ষ শেখ নাহিদ নিয়াজের বক্তব্য পাওয়া যায়নি।