সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে সাংবাদিকেরা মানববন্ধন করেছেন।
শনিবার দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধনের আয়োজন করে সুনামগঞ্জ প্রেসক্লাব। এতে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ আর জুয়েলের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক চিত্তরঞ্জন তালুকদার, কবি ও লেখক ইকবাল কাগজী, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ছদরুল, সুনামগঞ্জের বিশেষ সরকারি কৌঁসুলী (পিপি) মো. আনিসুজ্জামান শামীম, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব মো. আমিরুল হক,
বাংলাদেশ ইসলামী আন্দোলন সুনামগঞ্জ সভাপতি মাওলানা মো. শহীদুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক-সুজনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, দৈনিক বাংলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, সাংবাদিক আবদুস শহীদ ও জিয়াউর রহমান
জেলা জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা ত্বোহা হোসাইন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্যে দিবালোকে এমন নৃশংস হত্যাকাণ্ড দেশের বিবেকবান মানুষকে ব্যতিত করেছেন। এটি স্বাধীন সংবাদ মাধ্যম ও সাংবাদিকতার প্রতি চরম হুমকি। দেশের সর্বত্র একটা বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে। মানুষ আতঙ্কিত।
বক্তারা আরও বলেন, এই হত্যাকা-ের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বক্তারা নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারকে ক্ষতিপূরণ ও পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।