কুড়িগ্রামে তিস্তা ভাঙন রোধে মানববন্ধন

কুড়িগ্রামের চিলমারী উপজেলার সীমান্তবর্তী উলিপুর এলাকায় তিস্তা নদীর ভয়াবহ ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে বজরা ইউনিয়নের সাদুয়া দামার হাঁট বগলা কুড়া নদীভাঙনকবলিত এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় আব্দুস সোবহান, আমজাদ হোসেন, শাহজাহান আলম মানিক, চান মিয়া, নুরন্নবী, মোজাফফর হোসেন, আব্দুল মান্নান, আশরাফ হাজী, বাহারুল ইসলাম, নাসরিন বেগম ও রুনা আক্তারসহ আরও অনেকে।
বক্তারা জানান, তিস্তার ভাঙনে ইতোমধ্যে হাজার হাজার একর ফসলি জমি ও শত শত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রতিদিনই ভাঙন ভয়াবহ আকার ধারণ করছে, পুরো এলাকা হুমকির মুখে পড়েছে।
তারা বলেন, “নদী আমাদের সবকিছু কেড়ে নিচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে আমরা নিঃস্ব হয়ে যাব। জরুরি ভিত্তিতে ভাঙন রোধে জিও ব্যাগ ও পাথর ফেলে তাৎক্ষণিক প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য নদী শাসন প্রকল্প বাস্তবায়ন জরুরি।”