যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর আলোচনায় দেশের স্বার্থ রক্ষা করেছেন বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর আলোচনায় সফলতা পাওয়ায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের ভূয়সী প্রশংসা করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শুক্রবার (১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, “আল্লাহ বাণিজ্য উপদেষ্টাকে হায়াতে তাইয়্যেবা দান করুন, যাতে তিনি দেশকে সেবা দিতে পারেন।”
ফাওজুল কবির খান লেখেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কঠিন আলোচনার মধ্য দিয়ে শেখ বশিরউদ্দীন নিজের দক্ষতা ও দেশপ্রেমের প্রমাণ দিয়েছেন। ফোনালাপ থেকে শুরু করে ব্যক্তিগত সাক্ষাৎ পর্যন্ত তার মধ্যে যুক্তিসঙ্গত বিশ্লেষণ, বিনয় এবং অপ্রতিরোধ্য তথ্যপ্রবাহ দেখে তিনি মুগ্ধ হন বলেও জানান বিদ্যুৎ উপদেষ্টা।
তিনি আরও বলেন, “দেশের অভ্যন্তরীণ মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল বাণিজ্য আলোচনার মধ্য দিয়ে বশিরউদ্দীন সমালোচকদের হতাশ করেছেন।”
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এতেও আমরা প্রতিযোগিতামূলক অবস্থানে থাকব। যদিও আমরা আশা করেছিলাম এটি আরও কম হবে।”
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই প্রতিক্রিয়া তুলে ধরেন।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি তদারককারী প্রধান সংস্থা ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (USTR) এর সঙ্গে বাংলাদেশি প্রতিনিধিদলের দীর্ঘ দফা-দফা আলোচনার ফলেই এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর ফলে ওয়াশিংটন বাংলাদেশি পণ্যের ওপর শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনে।
বিশ্লেষকদের মতে, এই শুল্ক কমানোর ফলে বাংলাদেশের রপ্তানি খাতে প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে।