৫ আগস্টের মধ্যেই 'জুলাই ঘোষণাপত্র' প্রকাশ হবে: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, আগামী ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এ ঘোষণাপত্রকে তিনি 'গণআকাঙ্ক্ষার প্রতিফলন' বলে উল্লেখ করেছেন।
শুক্রবার (১ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম লিখেন, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ই আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটি বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।”
এর আগেও গত ২৯ জুলাই মাহফুজ আলম একটি পোস্টে ‘জুলাই ঘোষণাপত্র’ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। সেখানে তিনি উল্লেখ করেন, ঘোষণাপত্রটি মূলত ২০২৪ সালের ৩১ ডিসেম্বর ঘোষণার কথা থাকলেও রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য অর্জনে বিলম্ব ঘটে।
তিনি লিখেছিলেন, “ফেব্রুয়ারির মাঝামাঝি বিভিন্ন দলের খসড়া প্রস্তুত হলেও ঘোষণাপত্রের বিভিন্ন প্রস্তাবনা নিয়ে সংলাপ মীমাংসায় পৌঁছায়নি। রাজনৈতিক আদর্শিক অবস্থান নিয়ে নেগোসিয়েশন থমকে যায় দুই মাসের বেশি সময়। (মাঝে রমজানও ছিল)।”
সেই পোস্টে তিনি আশাবাদ ব্যক্ত করেন, “আশা করি, ৫ই আগস্টের আগেই ঐকমত্য নিশ্চিত হবে এবং আমাদের প্রজন্ম ও জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের রাজনৈতিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি মুখ দেখবে।”
প্রেক্ষাপট
‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে গত কয়েক মাস ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় ওঠে। নাগরিক সমাজ, শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক জোটের সংলাপের ভিত্তিতে এই ঘোষণাপত্রে ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো, নাগরিক অধিকার, রাজনৈতিক সংস্কার ও প্রশাসনিক রূপান্তর সংক্রান্ত দিকনির্দেশনা উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে।