‘ট্রাম্পের পতন চেয়ে’ বিমানে স্লোগান, যুক্তরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি গ্রেপ্তার

যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পতন চেয়ে স্লোগান দেওয়ার ঘটনায় অভয় নায়েক (৪১) নামের ভারতীয় বংশোদ্ভূত এক নাগরিককে গ্রেপ্তার করেছে স্কটিশ পুলিশ। লন্ডনের লুটন বিমানবন্দর থেকে গ্লাসগো অভিমুখী একটি ফ্লাইটে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গত রোববার (২৭ জুলাই) তাঁকে আটক করা হয়।
বিবিসির প্রতিবেদনে জানা গেছে, অভয় নায়েক লন্ডনের নিকটবর্তী বেডফোর্ডশায়ারের লুটন শহরের বাসিন্দা। তিনি ইজিজেট এয়ারলাইনের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ানোর মতো আচরণ করেন। মাঝআকাশে তিনি উচ্চস্বরে ‘আমেরিকার পতন হোক’, ‘ট্রাম্পের পতন হোক’ বলে স্লোগান দেন এবং পরে ‘আল্লাহু আকবর’ বলেও চিৎকার করেন।
এই ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়, একপর্যায়ে অন্যান্য যাত্রীরা তাঁকে দমন করে উড়োজাহাজের মেঝেতে ফেলে দেয়।
বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ফ্লাইটটি গ্লাসগোতে জরুরি অবতরণ করে। সেখানেই পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে। স্কটল্যান্ড পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, “সকাল ৮টা ২০ মিনিটে গ্লাসগোতে পৌঁছানো একটি ফ্লাইটে বিশৃঙ্খলার খবর পেয়ে আমরা সেখানে যাই। আমরা মনে করি, ঘটনাটি ওই ব্যক্তির একক কাজ ছিল। কেউ এতে সহায়তা করেনি। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলো সন্ত্রাসবিরোধী ইউনিট খতিয়ে দেখছে।”
তবে পুলিশ নিশ্চিত করেছে, তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়নি।
ইজিজেট এক বিবৃতিতে জানিয়েছে, “বেপরোয়া আচরণের কারণে এক যাত্রীকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি এবং তদন্তে প্রয়োজনীয় সব সহযোগিতা করছি।”
অভয় নায়েককে গ্লাসগোর পাইসলি শেরিফ আদালতে হাজির করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। বিচারক তাঁকে বিচারিক হেফাজতে পাঠিয়েছেন। আগামী সপ্তাহে তাঁকে আবারও আদালতে তোলা হবে।
অভয় নায়েক কোন ধর্মের অনুসারী সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য জানায়নি পুলিশ। তবে তাঁর আচরণে ধর্মীয় উক্তি ব্যবহারের বিষয়টি তদন্তের আওতায় আনা হয়েছে।