‘কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ হচ্ছে’—মার্কিন দূতকে সমালোচনা জাতীয় মুক্তি কাউন্সিলের

জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসনের রাজনৈতিক তৎপরতার কড়া সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, কূটনৈতিক শিষ্টাচারের সীমা অতিক্রম করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করছে।
বুধবার (১৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান শুধু ‘পতিত ফ্যাসিস্ট’ ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনা ও তার সরকারকে ক্ষমতাচ্যুত করেনি, বরং ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীনসহ সাম্রাজ্যবাদী শক্তিগুলোর আধিপত্য বিস্তারের বিরুদ্ধেও দৃঢ় প্রতিরোধ গড়ে তুলেছে।
তিনি অভিযোগ করেন, গত ৫৪ বছরে বাংলাদেশের শাসক শ্রেণির রাজনৈতিক দলগুলো সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলোর স্বার্থে কাজ করেছে এবং দেশের জনগণের স্বার্থ বিসর্জন দিয়েছে। এর নিকৃষ্ট উদাহরণ হিসেবে তিনি শেখ হাসিনার সরকারকে উল্লেখ করেন।
বিবৃতিতে ফয়জুল হাকিম আহ্বান জানান, গত বছরের জুলাইয়ে সংঘটিত ছাত্র–শ্রমিক–জনতার গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে সাম্রাজ্যবাদী–পুঁজিবাদী স্বার্থের ‘নতুন বন্দোবস্ত’-এর বিরুদ্ধে শ্রমিক, কৃষক ও নিপীড়িত জনগণের দেশব্যাপী ব্যাপক জাতীয় প্রতিরোধ সংগ্রাম জোরদার করতে হবে।