বিএনপির উপদেষ্টা মোয়াজ্জেম: নির্বাচন শুরু হোক, পরীক্ষা-নিরীক্ষা পরে হবে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আসন্ন নির্বাচনের জন্য আগে কাঠামো তৈরি করা উচিত; নির্বাচনের পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা পরবর্তীতে করা যাবে।
রোববার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জনতার অধিকার পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এখন দেশে সংবাদমাধ্যম সম্পূর্ণ স্বাধীন, কেউ সংবাদ প্রচারে হস্তক্ষেপ করতে পারছে না। গণতন্ত্রের সৌন্দর্য হলো মতভেদ ও বিতর্ক, তবে তা যেন জাতীয় স্বার্থে আঘাত না হানে। সকল রাজনৈতিক দলেরই অভিন্ন অবস্থান জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, মুসলিম লীগের সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের ও জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান।