সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে বিভ্রান্তিকর অপপ্রচারে এনসিপি নেতার বিরুদ্ধে মানহানি মামলা

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক’ অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করার আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ মামলার আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, গাজীপুরে অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় স্থানীয় সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। যদিও ঘটনার রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা না থাকার তথ্য পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, সারজিস আলম তার ফেসবুক পোস্টে বিএনপিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়েছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করেন বাদী।
আদালত প্রাঙ্গণে তানভীর সিরাজ সাংবাদিকদের বলেন, “মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইতোমধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে জানিয়েছেন, এতে কোনো রাজনৈতিক দিক নেই। তবু সারজিস আলম ইচ্ছাকৃতভাবে বিএনপির নাম ব্যবহার করেছেন। আমরা মানহানির জন্য মামলা করেছি এবং ন্যায়বিচার আশা করছি।”
আবেদনকারীরা মামলার মাধ্যমে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। মামলার গ্রহণের বিষয়টি শুনানি শেষে আদালত সিদ্ধান্ত জানাবে।
উল্লেখ্য, তুহিন হত্যাকাণ্ডের পর দেশের বিভিন্ন প্রান্তে নিন্দা ও প্রতিবাদের ঢেউ ওঠে। স্থানীয় সাংবাদিক সমাজ দ্রুত বিচার দাবি করে সড়ক অবরোধ, মানববন্ধনসহ কর্মসূচি পালন করে।