ঢাবি হলের ছাত্র রাজনীতি নিয়ে রাশেদ খানের প্রশ্ন— ‘এরা কি আদৌও সাধারণ শিক্ষার্থী?’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলমান ছাত্র রাজনীতি ইস্যুতে কড়া মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রলীগ করত, তারা এখন কোথায়? রাজনীতির গুণগত পরিবর্তন বা ছাত্র রাজনীতির কাঠামোগত সংস্কারের দাবি না করে যারা স্লোগান দিচ্ছে ১, ২, ৩, ৪, পু*কি মার…! এরা কি আদৌও সাধারণ শিক্ষার্থী?”
শনিবার (৯ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খান এ প্রশ্ন তোলেন। তার দাবি, এসব স্লোগান পরিকল্পিত উসকানি এবং কোনো সাধারণ শিক্ষার্থীর মুখ থেকে এমন অশ্রাব্য শব্দ বের হয় না।
এর আগে শুক্রবার সকালে ঢাবির ১৮টি হলে আহ্বায়ক কমিটি ঘোষণা করে ছাত্রদল। এ ঘটনায় অনেক আবাসিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেন। একইদিন রাতে ছাত্র ফেডারেশনের সাবেক সদস্য সচিব উমামা ফাতেমা এক ফেসবুক পোস্টে আল্টিমেটাম দিয়ে বলেন, রাতের মধ্যে কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ নেবে।
এ প্রসঙ্গে রাশেদ খান বলেন, “হলে ছাত্র সংগঠনগুলো কমিটি দিতে পারবে না বুঝলাম, কিন্তু ডাকসু নির্বাচনে হল সংসদে প্যানেল দিতে পারবে? তখন আবার দাবি উঠবে ছাত্র সংসদে রাজনৈতিক সংগঠনের প্যানেল বাতিলের। এরপর দাবি আসবে কেন্দ্রীয় সংসদেও শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের প্যানেল দেওয়ার।”
তিনি অভিযোগ করেন, ‘সাধারণ শিক্ষার্থী’ পরিচয়ে অনেকে আসলে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে। “হাসিনা পতনের আন্দোলনে না থাকা অনেক সাবেক ছাত্রলীগ কর্মীও এখন হলে থেকে ছাত্র রাজনীতি বাতিলের দাবি তুলছে—কারণ তারা নিজেরা রাজনীতি করতে পারছে না, তাই চায় অন্যদেরও সুযোগ না থাকুক।”