চাঁদাবাজ-দখলবাজরা বিএনপির লোক না- শামসুজ্জামান দুদু

কিছু দুষ্ট লোক আছে যারা আমাদের দলকে ক্ষতি গ্রস্থ করেছে। তবে আমাদের দলীয় সিদ্ধান্ত আছে। চাঁদাবাজ, দখলবাজরা বিএনপির লোক না। তাদের ধরে আইনে আওতায় সোপর্দ করবেন। কথাগুলো বলেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
গতকাল শুক্রবার (৮ আগস্ট) বিকেলে তার নিজ এলাকা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
দুদু আরো বলেন, আমাদের পাশ্ববর্তী দেশ ভারত আমাদের ভিসা দেয় না। যারা সীমান্তে অহরহ নিরীহ বাংলাদেশীদের গুলি করে হত্যা করছে। অথচ সেদেশে পালিয়ে গিয়ে আরামে রয়েছে এদেশের ফ্যাসিস্ট দলের প্রধান শেখ হাসিনাসহ নেতা- কর্মীরা।
শামসুজ্জামান দুদু আরো বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে প্রতিটি ঘরে ঘরে যেতে হবে। বিএনপি একটি ন্যায্যতার সরকার গঠন করবে। কৃষক তার ফসলের ন্যায্য মুল্য পাবে। শ্রমিক তার মজুরি পাবে। শহীদ জিয়া আমাদেরকে মানবিক রাজনীতি শিখিয়েছেন। বেগম জিয়া, তারেক রহমান আমাদের সামনে ধৈর্য, সাহসিকতা ও মানবিকতার দৃষ্টান্ত। সুতরাং আগামীর সরকার হবে মানবিকতার সরকার।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদুল কাউনাইন টিলু'র সভাপতিত্বে আয়োজিত সমাবেশে এলাকার কয়েক হাজার নেতা কর্মী যোগ দেন।