“পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণ নেতাবেছে বঞ্চিত হবে”— প্রেসক্লাবে মির্জা ফখরুল

সংখ্যানুপাতিক (Proportional Representation - PR) পদ্ধতিতে ভোট হলে জনগণ সরাসরি তাদের পছন্দের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ হারাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৬ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই বিপ্লবে প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, “পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণ যে সরাসরি জনপ্রতিনিধি নির্বাচন করে, সেই অধিকার হারাবে। এতে গণতন্ত্র আরও দুর্বল হবে। বিএনপি জনগণের প্রতিনিধিত্বে বিশ্বাস করে, সেজন্য আমরা নির্বাচনের পক্ষে।”
ফখরুল বলেন, “রাতারাতি কোনো সংস্কার সম্ভব নয়। একটি প্রক্রিয়ার মধ্য দিয়েই রাষ্ট্র ও সমাজের কাঠামোগত সংস্কার আনতে হবে।”
তিনি বলেন, “বিএনপি চায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হোক। কোনো একক গোষ্ঠী বা ব্যক্তিকেন্দ্রিক শাসন নয়, বরং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে।”
রাজনৈতিক নেতৃত্বের প্রশ্নে মির্জা ফখরুল বলেন, “কয়েকজন ব্যক্তিকে দেশ-বিদেশ থেকে এনে দেশ চালানো যায় না। রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কাছে ফিরে যাওয়া, জনগণের প্রতি দায়বদ্ধ থাকা।”
আওয়ামী লীগের শাসনামলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ধ্বংস নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “শুধু বিচার বিভাগ নয়—সব প্রতিষ্ঠানকে দলীয়করণ ও দুর্নীতির মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে।”