গোপালগঞ্জে এনসিপির সমাবেশে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি

গোপালগঞ্জ সদরের পৌরপার্ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে এসে পৌঁছেছেন।
বুধবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলাম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে আসেন।
তাদের আগমনে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে স্বাগত জানান দলের স্থানীয় নেতাকর্মীরা। উপস্থিত নেতারা মঞ্চে উঠে উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান।
এর আগে, ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামে মাসব্যাপী কর্মসূচি শুরু করে এনসিপি। এর অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।