জাতীয় নিরাপত্তায় জনগণ ঐক্যবদ্ধ: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। রাজনৈতিক দলগুলোর মাঝে কিছু মতপার্থক্য থাকতে পারে, তবে জনগণের মধ্যে কোনো বিভেদ নেই।
রোববার (৬ জুলাই) রাতে গুলশানের একটি হোটেলে ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের মানুষ প্রতিটি সংকটে ঐক্যবদ্ধ হয়ে দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষা করেছে। ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন এবং ৭১-এর মুক্তিযুদ্ধ—সব ক্ষেত্রেই জনগণ একসঙ্গে লড়েছে।”
তিনি আরও বলেন, “জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হলে জনগণকে ক্ষমতায়িত করতে হবে এবং দেশের সার্বভৌমত্বকে দৃঢ় করতে হবে। আমাদের ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করতে হবে। তখনই গণতন্ত্রের প্রকৃত চর্চা সম্ভব হবে।”
বিএনপি মহাসচিব রাষ্ট্র সংস্কারের কথাও উল্লেখ করে বলেন, “গণতন্ত্রে ফিরে যাওয়া এবং রাষ্ট্র সংস্কার করা আজকের জরুরি প্রশ্ন। আমরা ২০১৬ সাল থেকে এই দাবি করে আসছি।”
এফএসডিএস আয়োজিত আলোচনায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন।