“আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার আগে জনগণের সঙ্গে বোঝাপড়া করবে” - সজীব ওয়াজেদ জয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ সর্বদা জনগণের দলে বিশ্বাসী এবং মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল হিসেবে জনগণের কাছে বারবার ফিরে যাবে। ক্ষমা চাওয়া বা অনুশোচনার বিষয়গুলো সম্পূর্ণ জনগণের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে সমাধান হবে; কোনো বিদেশি বা এনজিওপুষ্ট গোষ্ঠীর কাছে নয়।
গত শনিবার (৯ আগস্ট) রাতে জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলের একটি প্রতিবেদন শেয়ার করে তিনি লিখেছেন, ‘আওয়ামী লীগ জনগণের দল, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল। আওয়ামী লীগ জনগণের কাছে বারবার ফিরে যাবে।’
এর আগে প্রতিবেদনটিতে আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের কথাও উল্লেখ করা হয়, যিনি বলেন, ৫ আগস্টের ঘটনার জন্য কোনো অনুশোচনা বা ক্ষমা চাওয়া থাকলে তা সরাসরি দেশের জনগণের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে বিবেচনা করা হবে।
আরাফাত বলেন, ‘গত এক বছরে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা কি অনুশোচনা করেছে? যারা মব সন্ত্রাস চালিয়েছে, ঘরে ঘরে ঢুকে হত্যা করেছে, তাদের জবাব কে দেবে?’
তিনি আরও বলেন, ‘আপনাদের যদি জনভিত্তি থাকতো, দেশের মানুষ আপনার পক্ষে থাকত, যা হয়নি। এখানে জঙ্গি, যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক শক্তি এবং সাম্রাজ্যবাদী শক্তির অর্থায়নে পরিকল্পিতভাবে মানুষের মন বিষিয়ে তোলা হয়েছে।’
আরাফাত বলেন, ‘আওয়ামী লীগ চাইলেই ক্ষমতায় থাকতে হত্যাকাণ্ড ঘটাতে পারত, কিন্তু তা করেনি। কারণ আমরা চাই না আর কেউ নিহত হোক। আমরা মানুষের দল।’
তিনি পুনর্ব্যক্ত করেন, ক্ষমা চাওয়া ও অনুশোচনার সব বিষয়ই হবে জনগণের সঙ্গে; কোনো এনজিওনির্ভর গোষ্ঠীর সঙ্গে নয়।
এমতাবস্থায় আওয়ামী লীগের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, ৫ আগস্টের পরিপ্রেক্ষিতে সব বিষয় সমাধানের জন্য দেশের জনগণের সঙ্গে যুক্ত থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।