জুলাই আন্দোলন মামলা: তৌহিদ আফ্রিদি ও বাবার গ্রেপ্তার, নুরুল হক নুরের দাবি ষড়যন্ত্র

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর দাবি করেছেন, কিছু ব্যক্তি সুপরিকল্পিতভাবে মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করিয়েছে। তিনি বলেছেন, এটি ‘জনকণ্ঠ’ দখলের মতোই সুপরিকল্পিত একটি ষড়যন্ত্র।
নুর তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন, নগদ বা শেয়ার সংক্রান্ত দেনদরবারে সমঝোতা না হওয়ায় ডিজিটাল ও ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে এ গ্রেপ্তার করানো হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, আসলে তৌহিদ আফ্রিদি বা তার বাবা কি মামলার প্রমাণ দিতে পারবে যে তারা ‘ছাত্র হত্যা’ করেছেন এবং কেন ভিত্তিহীনভাবে এক বছর পর গ্রেপ্তার করা হলো।
ডাকসুর সাবেক ভিপি নুর উল্লেখ করেছেন, এই ধরনের গ্রেপ্তার দেশি-বিদেশি মানবাধিকার সংস্থার নজরে আসবে এবং প্রশাসনের ভুল পদক্ষেপের কারণে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপেও প্রভাব পড়বে। তিনি দাবি করেন, যারা প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে এই ধরনের গ্রেপ্তার করাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
প্রসঙ্গত, জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় গত ২৪ আগস্ট রাতেই বরিশাল থেকে তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হন। মামলায় তার বাবা নাসির উদ্দীন সাথীর নামও রয়েছে। আদালত সোমবার তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনের সময় আসাদুল হক বাবু গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে মৃত ঘোষণা করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়েছে।