ডাকসু নির্বাচনে উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল আজ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করা হচ্ছে আজ বৃহস্পতিবার (২১ আগস্ট)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে এ প্যানেলের নাম রাখা হয়েছে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সাড়ে তিনটায় অপরাজেয় বাংলার পাদদেশে আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করা হবে।
ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ডাকসুর ২৮ পদে ৫০৯টি এবং হল সংসদ নির্বাচনে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ডাকসুর জন্য বিক্রি হয়েছিল ৬৫৮টি মনোনয়নপত্র, তবে জমা হয়নি ১৪৯টি। অন্যদিকে ১৮টি হলে বিক্রি হয়েছিল ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র; জমা হয়নি ৩১৮টি।