রিজভী: ভোটারবান্ধব কেন্দ্র নিশ্চিত করতে হবে, অবাধ নির্বাচনের জন্য ব্যবস্থা প্রয়োজন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনী রোডম্যাপের অপেক্ষা করছেন এবং রাজনৈতিক বিবেচনায় যেসব ভোটকেন্দ্র করা হয়েছে সেগুলো বাতিল করে ভোটারবান্ধব কেন্দ্র করা উচিত। তিনি বলেন, "ফ্যাসিবাদের আমলে গঠিত কেন্দ্রগুলো উদ্দেশ্য প্রণোদিত ছিল।"
মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এই মন্তব্য করেন।
রিজভী আরও বলেন, "অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটার যেন নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে পারেন, সরকারকে সেই ব্যবস্থা নিতে হবে। " এছাড়া তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের মনোনয়ন ক্রয় ঠেকাতে মব করা হচ্ছে, এছাড়াও সারাদেশে আইন বহির্ভূতভাবে মব করা হচ্ছে।