২১ আগস্ট গ্রেনেড হামলা: হাইকোর্টের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি চলছে

২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টে দেওয়া সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) তৃতীয় দিনের মতো চার বিচারপতির আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ। আসামিপক্ষে রয়েছেন আইনজীবী এস এম শাহজাহান ও শিশির মনির।
গত ১ ডিসেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান (বর্তমানে আপিল বিভাগের বিচারপতি) ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ মামলার সব আসামিকে খালাস দেন। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয় ১৯ ডিসেম্বর। পরে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে এবং চলতি বছরের ১ জুন আপিলের অনুমতি মেলে।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে চালানো গ্রেনেড হামলায় দলের মহিলাবিষয়ক সম্পাদক আইভী রহমানসহ ২৪ জন নিহত হন, আহত হন তিন শতাধিক নেতা-কর্মী। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা।
মামলার বিচারিক আদালত ২০১৮ সালের ১০ অক্টোবর রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়া পুলিশের সাবেক আইজি আশরাফুল হুদাসহ কয়েকজনকে স্বল্পমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়।
পরবর্তী সময়ে মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে এবং আসামিরা আপিল করেন। প্রায় পাঁচ বছর শুনানির পর ২০২৩ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট আসামিদের খালাস দেন, যা নিয়ে রাষ্ট্রপক্ষ আপিল করেছে।
বর্তমানে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে রাষ্ট্রপক্ষের শুনানি চলছে।