‘জুলাই পদযাত্রা’ আজ শেরপুরে

আজ রোববার (২৭ জুলাই) শেরপুরে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশগ্রহণ করতে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ উপলক্ষ্যে শহরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
শেরপুর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী তান্না ইসলাম বলেন, সারা দেশে যতটা উৎসাহ পেয়েছে পদযাত্রা, শেরপুরেও তেমনই ব্যাপক ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। সকল প্রস্তুতি সম্পন্ন, কর্মসূচি শুরু হবে বিকেল ৪টায় শহীদ মাহবুব চত্বরে শ্রদ্ধা নিবেদন দিয়ে, এবং থানার মোড় পর্যন্ত পদযাত্রা শেষে সমাবেশে শেষ হবে
পুলিশ সূত্রে জানা গেছে, ৫০০-র বেশি পুলিশ সদস্য, র্যাব, সেনাবাহিনী, বিজিবি ও এপিবিএন সদস্য যুক্ত আছে নিরাপত্তায়, যাতে দিনব্যাপী কোনো সমস্যা ছাড়াই কর্মসূচি সম্পন্ন হয়।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজকের কর্মসূচিতে উপস্থিত থাকবেন; সঙ্গে থাকছেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, ডা. তাসনিম জারা এবং নাসির উদ্দিন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা
খোলা কাগজ অনলাইন।
নাহিদ ইসলাম এর আগের বক্তব্যে বলেছিলেন যে, “বিচার ও সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না” ও “পুরনো ব্যবস্থা আর চলবে না—নতুন সংবিধান ও সামাজিক বদল চান”