“সাভারে খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে দোয়া মাহফিল”

নানা আয়োজনে ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে সাভারের আশুলিয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে এ উপলক্ষে আশুলিয়ার ভাদাইল এলাকায় একটি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া।
এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।