‘জাতির পিতা’ আওয়ামী লীগের ফ্যাসিবাদী হাতিয়ার: নাহিদ ইসলাম

‘জাতির পিতা’ উপাধি কোনো ইতিহাস নয়, বরং আওয়ামী লীগের তৈরি এক ফ্যাসিবাদী হাতিয়ার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
স্ট্যাটাসে নাহিদ ইসলাম লিখেছেন, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির পিতা নন। তার স্বাধীনতা অর্জনে ভূমিকা ও ত্যাগ স্বীকার করলেও, শাসনামলে সংঘটিত জাতীয় ট্র্যাজেডি, ভারতের উপনিবেশে পরিণত হওয়া, জনবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া, লুটপাট, রাজনৈতিক হত্যা এবং একদলীয় বাকশাল প্রতিষ্ঠা—সবই ইতিহাসের অংশ।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির কেন্দ্রে রয়েছে মুজিবপূজা ও মুক্তিযুদ্ধপূজা, যা রাজনৈতিক মূর্তিপূজায় রূপ নিয়ে জনগণকে দমন, জাতিকে লুট ও বিভক্ত করেছে। এই মতবাদকে তিনি আধুনিক জমিদারির ছদ্মবেশে গণতন্ত্রের অভিনয় বলে অভিহিত করেন।
নাহিদ ইসলাম আরও বলেন, "আওয়ামী লীগ দশকের পর দশক বাংলাদেশকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করেছে এবং মুজিবের নাম ব্যবহার করে প্রতিটি দুর্নীতি ও দমননীতিকে বৈধতা দিয়েছে। ২০২৪ সালের জনতার গণআন্দোলন এই ‘জমিদারি’ ভেঙে দিয়েছে, আর কোনো ব্যক্তি, পরিবার বা মতবাদ জনগণের অধিকার ছিনিয়ে নিতে পারবে না।"
মুজিববাদকে তিনি “ফ্যাসিবাদী মতবাদ” আখ্যা দিয়ে বলেন, এর অর্থ গুম, হত্যা, ধর্ষণ, মানবাধিকার লঙ্ঘন, জাতীয় সম্পদ লুট, বিদেশে পাচার, ইসলামবিদ্বেষ, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘুদের জমি দখল ও জাতীয় সার্বভৌমত্ব বিক্রি।
তার মতে, মুজিববাদ একটি জীবন্ত হুমকি, যা পরাজিত করতে হলে রাজনৈতিক, আদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ কোনো ব্যক্তির সম্পত্তি নয়—এটি জনগণের প্রজাতন্ত্র, যেখানে কোনো দল, বংশ বা নেতা জনগণের ঊর্ধ্বে নয়।