চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতা নিজাম উদ্দিন সাময়িক বহিষ্কার

চট্টগ্রাম নগরীর যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাঁচ লাখ টাকা চাঁদা চাওয়ার ভিডিও ফাঁস হওয়ার পর মঙ্গলবার (১২ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমের বরাতে আর্থিক কেলেঙ্কারি ও গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সকল সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলো। একইসঙ্গে, কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—এ বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এর আগের দিন সোমবার নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী (দফতর) আরিফ মঈনুদ্দিনের সই করা কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল তাকে। শোকজে উল্লেখ করা হয়, ১০ আগস্ট প্রকাশিত একটি ভিডিওতে আন্দোলন বন্ধের বিনিময়ে অর্থ লেনদেনের কথোপকথন ধরা পড়ে, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী।
ফেসবুকে ছড়িয়ে পড়া দেড় মিনিটের ভিডিওতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক সমন্বয়ক আফতাব হোসেন রিফাতের সঙ্গে মেসেঞ্জার কলে নিজাম উদ্দিনের কথোপকথন শোনা যায়। সেখানে পাঁচ লাখ টাকা নেওয়ার বিষয় এবং আরও অর্থ আদায়ের আলাপ ধরা পড়ে।
এনসিপির সাবেক যুগ্ম সদস্যসচিব রাহাদুল ইসলাম ভিডিওটি প্রকাশ করে অভিযোগ তোলেন যে, সাইফ পাওয়ার টেকবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজাম উদ্দিন ওই অর্থ আত্মসাৎ করেছেন।
তবে নিজাম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, “এগুলো পুরনো ও পরিকল্পিত ভিডিও। আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে ছড়ানো হয়েছে।”
এনসিপি চট্টগ্রাম নগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক জানিয়েছেন, অভিযোগের বিষয়ে নিয়ম মেনে তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে।