বিএনপি নেতাদের দিনব্যাপী কর্মসূচি আজ!

আজ (রবিবার) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।
সকাল ১০:৩০টা — ফরেন সার্ভিস একাডেমিতে ‘ঐকমত্য কমিশন’-এর সঙ্গে বৈঠকে বসবে বিএনপির প্রতিনিধিদল। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেবেন।
বেলা ১১:০০টা — শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বেলা ১১:০০টা — একই সময়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বিকেল ৩:০০টা — ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে 'স্ফুলিঙ্গ থেকে দাবানল: অভ্যুত্থানের অজানা অধ্যায়' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেবেন মির্জা ফখরুল ইসলাম।