জুলাই সনদে আপত্তি বিএনপির, নির্বাচনের পর সাংবিধানিক সংস্কার চায় দলটি!

জাতীয় ঐকমত্য কমিশনে জমা দেওয়া লিখিত মতামতে জুলাই জাতীয় সনদকে সংবিধানের ঊর্ধ্বে কোনো প্রাধান্য দেওয়ার বিপক্ষে মত জানিয়েছে বিএনপি। দলটির দাবি, জুলাই সনদ একটি রাজনৈতিক সমঝোতার দলিল, এটি কোনোভাবেই সংবিধানের বিকল্প হতে পারে না।
গত বুধবার (২০ আগস্ট) কমিশনে জমা দেওয়া ৩৫ পৃষ্ঠার প্রস্তাবে বিএনপি আরও জানায়, সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলার পথ রুদ্ধ করার উদ্যোগ গ্রহণযোগ্য নয়। সংবিধানের সর্বোচ্চতা বজায় রাখতে হবে।
দলটির অবস্থান হলো, সাংবিধানিক সংস্কার এখন নয়, বরং আগামী সংসদে হতে হবে। তবে যেসব সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে এবং যেগুলোর জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই, সেগুলো নির্বাহী আদেশ বা অধ্যাদেশের মাধ্যমে নির্বাচন পূর্ব সময়ে বাস্তবায়ন করা যেতে পারে।
অন্যদিকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি জুলাই সনদকে সাংবিধানিক বা আইনি ভিত্তি দেওয়ার পক্ষে জোরালো দাবি তুলেছে। তাদের মতে, নির্বাচনের আগে সনদ কার্যকর করা না হলে রাজনৈতিক অস্থিরতা কাটবে না।
উল্লেখ্য, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ করছে জাতীয় ঐকমত্য কমিশন। মতামত জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে আগামী শুক্রবার পর্যন্ত করা হয়েছে।