“আগামী নির্বাচনে দেশ সঠিক লাইনে ফিরবে” — সিলেটে মির্জা ফখরুল

আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশ আবার সঠিক পথে ফিরবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৭ জুলাই) সকালে সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকার কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে এবং ১৭শ’ জনের বেশি মানুষকে গুম করেছে।”
এ সময় তিনি আরও বলেন, “এই দুঃশাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই এখন আমাদের একমাত্র লক্ষ্য।”
গত বছরের ৫ আগস্ট ঢাকায় বিএনপির মহাসমাবেশে পুলিশের গুলিতে সংঘর্ষের ঘটনার পর এই প্রথমবার সিলেটে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন বিএনপির মহাসচিব। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং মাজার জিয়ারতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিক রাজনৈতিক কার্যক্রম শুরু করেন।
আগামী ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে আশাবাদ ব্যক্ত করে ফখরুল বলেন, “আমরা বিশ্বাস করি— এই নির্বাচন হবে জনগণের নির্বাচনের প্রতিচ্ছবি। ভোটের মাধ্যমে জনগণ তাদের মতামত স্পষ্টভাবে জানাবে।”
প্রসঙ্গত, বিএনপি গত এক বছরে বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রাম ও কর্মসূচি চালিয়ে গেলেও, কেন্দ্রীয় নেতৃবৃন্দের একাংশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও মামলার কারণে তারা দীর্ঘ সময় সক্রিয়ভাবে মাঠে নামতে পারেনি।