ময়মনসিংহে যৌথসভায় অসুস্থবোধ, হাসপাতালে নেয়ার পথে বিএনপি নেতার মৃত্যু!

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথসভায় বক্তব্য দিয়ে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পৌর বিএনপির সদস্য সচিব মো. আব্দুল আজিজ (৫৮)। এ ঘটনায় তাৎক্ষনিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। এতে মৃতের পরিবারসহ দলীয় পরিমন্ডলে শোকের ছায়া নেমে এসেছে।
গতকাল রবিবার (১৭ আগস্ট) বিকাল ৩টায় হালুয়াঘাট উপজেলার উত্তর খয়ড়াকুড়ি কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সমাহিত করা হয়।
এর আগে গত শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ১২টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
এদিন রাতে হালুয়াঘাট উপজেলার উত্তর খয়ড়াকুড়ি অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ সভায় তিনি বক্তব্য রাখছিলেন। এ সময় বক্তব্যকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই বিএনপি নেতা। তাৎক্ষনিক তাকে হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয় বলে-নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, দল পাগল আজিজকে হারিয়ে আমরা হতবিহব্বল। আবদুল আজিজ খান আমাদের মাঝে নেই, না ফেরার দেশে চলে গেছেন। হালুয়াঘাট পৌর বিএনপির সদস্য সচিব এবং ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি ছিলেন আবদুল আজিজ খাঁন। তার মৃত্যুতে বিএনপির অপূরনীয় ক্ষতি হয়ে গেল। আমরা একজন সহকর্মীকে হারিয়েছি, তাঁর পরিবার হারিয়েছে একজন অভিভাবক। হালুয়াঘাটবাসী একজন বন্ধু, পরোপকারী, নিষ্ঠা ও দায়ীত্ববান এবং দলের জন্য নিবেদিত ব্যক্তিকে হারালো। এই শূন্যতা কখনও পূরণ হবে কী না জনি না । আল্লাহ, আজিজকে বেহেশত নসীব করুন।
মৃত্যুকালে বিএনপি নেতা আব্দুল আজিজ স্ত্রীসহ ১ মেয়ে এবং ১ ছেলে রেখে গেছেন।
আজ বাদ জোহর হালুয়াঘাট ঈদগাহ মাঠে এই বিএনপি নেতার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপি ও অঙ্গ সংগঠন এবং পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে একটি শোক র্যালী পৌর এলাকা প্রদিক্ষণ করে।
এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামসু, সাধারন সম্পাদক রবিউল করিম বিপ্লবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে আব্দুল আজিজ খানের মৃত্যুতে পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করেছে হালুয়াঘাট উপজেলা এবং পৌর বিএনপি ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদল।