“ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে”—প্রেস সচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। দেশের রাজনৈতিক পরিবেশ এমনভাবে গড়ে তোলা হবে, যেখানে কোনো রাজনৈতিক দল বা প্রার্থী আপত্তি তুলতে পারবে না। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইভেন্ট ‘ইভেন্ট ল’-এ অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “নির্বাচন ঠিক যে সময় নির্ধারণ করা হয়েছে, সেই সময়েই অনুষ্ঠিত হবে। এটি হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন।”
পিআর পদ্ধতি নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি জানান, “এই বিষয়ে দেশের সব বড় রাজনৈতিক দল আলোচনা করছে। অন্য দেশে যেখানে ২–৪ বছর সময় লাগে এমন বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে, সেখানে আমাদের দলগুলো খুব দ্রুত মতামতে পৌঁছাচ্ছে। জুলাইয়ের মধ্যেই এ নিয়ে একটি চুক্তি সই হবে। এরপরই নির্বাচনের প্রস্তুতি শুরু হবে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি এবং ইতিবাচক ফল পাচ্ছি। যেসব অপ্রীতিকর ঘটনা ঘটছে, সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হচ্ছে। বিশেষ করে ধর্ষণের মতো স্পর্শকাতর অপরাধে আইন সংশোধনের মাধ্যমে আমরা দ্রুত বিচার নিশ্চিত করছি।”