শেরপুরে উচ্ছেদ হওয়া ভূমিহীন পরিবারগুলো মানবেতর জীবন কাটাচ্ছে

শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বাকাকুড়া বাজারে উচ্ছেদ হওয়া ভূমিহীন পরিবারগুলো এখন মানবেতর জীবনযাপন করছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূমিহীন পরিবারের প্রতিনিধি মোশারফ হোসেন। তিনি বলেন, “আমরা বাকাকুড়া গ্রামের ভূমিহীন পরিবার। প্রায় ৫০ বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম এই জায়গায় বসবাস করে আসছি। কিন্তু হঠাৎ করে উচ্ছেদের নোটিশ দিয়ে আমাদের ঘর-বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এতে নারী-শিশুসহ প্রায় ৩৫-৪০ জন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। প্রতিদিন অনাহারে দিন কাটাতে হচ্ছে।”
তিনি প্রশাসনের প্রতি দাবি জানান, তাদের আগের জায়গায় থাকতে দেওয়ার অনুমতি দিতে হবে অথবা লিজ কিংবা মালিকানা দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে অবিলম্বে খাদ্য ও মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত পরিবারগুলো হুঁশিয়ারি দিয়ে বলে, পুনর্বাসনের ব্যবস্থা না করা হলে তারা পরিবার-পরিজন নিয়ে রাস্তায় অনশনে বসতে বাধ্য হবেন।
এ বিষয়ে ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল বলেন, “উচ্ছেদ হওয়া পরিবারগুলো দীর্ঘদিন ধরে সরকারি খাস জমিতে বসবাস করছিল। নিয়ম অনুযায়ী তাদের নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে স্থাপনা না সরানোয় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।”
তিনি আরও জানান, সেখানে নতুন ভূমি অফিস নির্মাণ করা হবে। তবে ভুক্তভোগীরা যদি পুনর্বাসনের জন্য আবেদন করেন, তাহলে সরকারিভাবে নিয়ম অনুযায়ী সহযোগিতা করা হবে।