মা হলেন পাগলী, বাবা কে জানে না কেউ

ময়মনসিংহের ফুলপুরে মানসিক ভারসাম্যহীন যুবতী (১৯) ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। ওই যুবতী মা হলেও, তবে ওই শিশুর বাবা কে তা জানা যায়নি। গত বুধবার (২০ শে আগস্ট) সন্ধ্যার পর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ডোবার পাড় বাজার সংলগ্ন নবী হোসনের বাড়িতে সন্তান প্রসব করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা রাতেই অ্যাম্বুলেন্সসহ ফুলপুর হাসপাতালে এক নার্স ঘটনাস্থলে পাঠিয়ে মা ও নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা অধিদপ্তর, হাসপাতাল কর্তৃপক্ষ, তাকওয়া অসহায় সেবা সংস্থা নিয়মিত খোঁজ রাখছেন।
তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মো. তপু রায়হান রাব্বি বলেন, আগেও এমন একটি ঘটনা ঘটেছিল। আমার সংগঠন সব সময় ওই নবজাতকের পাশে ছিল। এবারও শেষ পর্যন্ত আমরা ওই নবজাতকের পাশে থাকব।
ফুলপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের চিকিৎসক রাহাত চৌধুরী বলেন, মা ও শিশু এখন সুস্থ আছে। তবে বাঁচ্চাটির ওজন ২ কেজি ১০০ গ্রাম। ঠিক মত মায়ের বুকের দুধ পেলে সুস্থ থাকবে। যতদিন হাসপাতালে থাকবে আমরা সেবা পরিপূর্ণ সুস্থ করে তুলব।
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া ওই নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
ফুলপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শিহাব উদ্দিন খান বলেন, গতকাল এক ভাসম্যহীন মানসিক ভারসাম্যহীন যুবতী ছেলে সন্তানের জন্ম দিয়েছে। নৈতিকতা আজ চরমভাবে বিপর্যস্ত। উপজেলা কমিটির মাধ্যমে খুব শীঘ্রই এই নবজাতকের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরও বলেন, ২০২৩ সালে এমন একটি ঘটনা ঘটেছিল। যা উপজেলা প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ, তাক্ওয়া অসহায় সেবা সংস্থাসহ সবাই ওই নারীর পাশে ছিল। পরে ওই শিশুকে ছোট্ট সোনামনি নির্বাস আজিমপুরে পাঠানো হয়েছিল।