পায়ের ব্যথা হতে পারে হৃদরোগের সতর্ক সংকেত!

অনেকে ভাবেন, পায়ে ব্যথা মানেই শুধু পেশির সমস্যা। তবে গবেষণা বলছে, মাঝেমধ্যে হাঁটুর নিচে প্রচণ্ড ব্যথা বা পেশিতে টান ধরা হার্টের সমস্যার প্রাথমিক লক্ষণ হতে পারে।
হার্ভার্ড মেডিসিন স্কুলের গবেষণা অনুযায়ী, দেহের ধমনীর ভিতরে কোলেস্টেরল ও স্নেহ পদার্থ জমাট বাঁধলে রক্ত চলাচল ব্যাহত হয়। এই প্লাক পায়ের শিরায় জমা হলে প্রদাহ ও যন্ত্রণা সৃষ্টি হয়। চিকিৎসা বিজ্ঞানে এটিকে বলা হয় ‘পেরিফেরাল আর্টারি ডিজ়িজ় (PAD)’। PAD অনেক ক্ষেত্রে হৃদরোগের ইঙ্গিত বহন করে।
ঝুঁকিপূর্ণ গ্রুপ:
১. যারা ডায়াবেটিসে ভুগছেন
২. উচ্চ কোলেস্টেরলযুক্ত মানুষ
খারাপ কোলেস্টেরল (LDL) বেশি হলে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়। স্বাভাবিকভাবে রক্তে কোলেস্টেরল প্রতি ডেসিলিটারে ২০০ মিলিগ্রামের মধ্যে থাকা উচিত। ২৪০ মিলিগ্রাম বা তার বেশি হলে ঝুঁকি বেড়ে যায়।
পায়ের যন্ত্রণা মানে সমস্যা শুধু পায়ে সীমাবদ্ধ নয়। PAD থেকে অনেক ক্ষেত্রেই ‘করোনারি আর্টারি ডিজ়িজ়’-এর ঝুঁকি বাড়ে। হার্টের ধমনীতে রক্তপ্রবাহ বাধাপ্রাপ্ত হলে হৃৎস্পন্দন অনিয়মিত হয়ে যায়, যা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, পায়ে নিয়মিত ব্যথা বা টান ধরা দেখলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। দ্রুত শনাক্ত ও সঠিক চিকিৎসা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।