চালের দাম নিয়ন্ত্রণে ভারত থেকে ফের চাল আমদানি শুরু

দেশে চালের মূল্য বৃদ্ধি রোধ এবং বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে আবার চাল আমদানি শুরু হয়েছে। এর আগে গত চার মাস ধরে চাল আমদানি বন্ধ ছিল।
প্রথম চালান হিসেবে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে ভারতীয় ৯টি ট্রাকে ৩১৫ টন চাল বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। এটি আমদানি করেছে বেনাপোলের প্রতিষ্ঠান মেসার্স হাজি মূসা করিম অ্যান্ড সন্স।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুস সামাদ জানান, গত মঙ্গলবার থেকে ভারতের পেট্রাপোল বন্দরে এই ৯টি ট্রাক চাল অপেক্ষমাণ ছিল। বৃহস্পতিবার রাতেই সেগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করে। এছাড়া আরও চালবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় আছে, যা পর্যায়ক্রমে দেশে ঢুকবে।
তিনি বলেন, “দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে খাদ্য মন্ত্রণালয় বেসরকারি পর্যায়ে আমদানির অনুমতি চেয়ে ব্যবসায়ীদের কাছে আবেদন আহ্বান করেছে। বেনাপোলের আমদানিকারকরা এরই মধ্যে বরাদ্দ পেয়েছেন এবং এলসি খোলার পর প্রথম চালান বন্দর দিয়ে প্রবেশ করেছে।”
ব্যবসায়ী সূত্র জানায়, এই আমদানির ফলে বাজারে কেজিপ্রতি ৫-৭ টাকা কমতে পারে। ভালো মানের চিকন জাতের চাল ৬৭-৭০ টাকার মধ্যে, আর স্বর্ণা জাতের চাল ৫০-৫২ টাকার মধ্যে বিক্রি হবে।
বেনাপোল স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান বলেন, “চার মাসের বিরতির পর বন্দর দিয়ে চাল আমদানির কার্যক্রম আবার শুরু হয়েছে। প্রথম দিনে ৯ ট্রাকে ৩১৫ টন চাল এসেছে, আরও অনেক ট্রাক ঢোকার অপেক্ষায় রয়েছে।”
বেনাপোল উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, আমদানিকৃত চালের নমুনা পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুত সনদ প্রদান করা হবে।