যশোরে পাচারের সময় ৫ স্বর্ণের বারসহ যুবক আটক

যশোরে পাচারের সময় পাঁচটি স্বর্ণের বারসহ মো. রুবেল (৩৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে যশোর-খুলনা মহাসড়কের মুড়লী মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রুবেল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসন্ডা গ্রামের সাইদুর রহমানের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে ব্যাটালিয়নের একটি টহলদল অভিযান চালিয়ে রুবেলকে আটক করে। পরে তার কোমরে বিশেষ কায়দায় লুকানো পাঁচটি স্বর্ণের বার, একটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। জব্দ স্বর্ণের ওজন ৫৮৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৮৬ লাখ ৬ হাজার ৫২০ টাকা। অন্যান্য মালামালসহ মোট সিজার মূল্য প্রায় ৮৬ লাখ ৪৪ হাজার ৫১৫ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল স্বীকার করে, স্বর্ণগুলো ঢাকা থেকে সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে যাচ্ছিল।
আটক রুবেলের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান সবসময় অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।”