ইন্দোনেশিয়ার সুলাওয়েসিতে ৬ মাত্রার ভূমিকম্প, আহত বহু!

ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় সুলাওয়েসি অঞ্চলে রবিবার (১৭ আগস্ট) ভোরে শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূমি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল।
পোসো রিজেন্সিসহ আশপাশের এলাকায় ব্যাপক কম্পন অনুভূত হয়। এতে অন্তত ২৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তবে এখনও কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ইন্দোনেশিয়া প্যাসিফিক রিং অব ফায়ারের অংশ হওয়ায় এ অঞ্চলে নিয়মিত বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে। ২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসিতে ৬.২ মাত্রার ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু ঘটে এবং হাজার হাজার মানুষ গৃহহীন হন।