ট্রাম্পের বার্তা জেলেনস্কিকে: ‘চুক্তি করতেই হবে’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাতে।
গত শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, খুব শিগগিরই জেলেনস্কি, পুতিন ও তার মধ্যে একটি বৈঠকের আয়োজন করা হবে। এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে সিএনএন।
ট্রাম্প বলেন, “এখন বিষয়টি চূড়ান্ত করার দায়িত্ব প্রেসিডেন্ট জেলেনস্কির। তারা প্রেসিডেন্ট জেলেনস্কি, প্রেসিডেন্ট পুতিন এবং আমার মধ্যে বৈঠকের ব্যবস্থা করছে।”
যদিও শুক্রবারের আলোচনায় কোনো সমঝোতা হয়নি, ট্রাম্প বৈঠককে সফল বলে আখ্যা দেন। সম্পর্কের দিক থেকে তিনি বৈঠককে “১০-এর মধ্যে ১০ নম্বর” দেন।
ট্রাম্প জানান, পুতিন ও তিনি একমত হয়েছেন যে ইউক্রেন যুদ্ধ শেষ হবে ভূমি ভাগাভাগি এবং যুক্তরাষ্ট্রের কোনো ধরনের নিরাপত্তা নিশ্চয়তার মাধ্যমে। ফক্স নিউজে এক প্রশ্নে ট্রাম্প স্বীকার করেন, এ বিষয়গুলো বৈঠকে আলোচিত হয়েছে এবং তাতে দুই পক্ষ “অনেকাংশে একমত”।
তিনি পুতিনকে “শক্তিশালী ব্যক্তি” ও “ভীষণ কঠিন” আখ্যা দিলেও বৈঠককে আন্তরিক ও ইতিবাচক বলে উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, “আমার মনে হয় আমরা শেষের দিকে চলে এসেছি। ইউক্রেনকে এতে সম্মতি দিতে হবে।”
জেলেনস্কির প্রতি তার পরামর্শ—“চুক্তি করতেই হবে।”