“ইসরায়েলি আগ্রাসন চলা পর্যন্ত হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করবে না” — নাঈম কাসেম

লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’র প্রধান নাঈম কাসেম শুক্রবার (১৫ আগস্ট) ঘোষণা করেছেন, "যতক্ষণ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসন ও আক্রমণ চলবে, ততক্ষণ তারা অস্ত্র সমর্পণ করবে না। " তিনি বলেন, "প্রয়োজনে কারবালার যুদ্ধের মতো লড়াই চালিয়ে যাবে হিজবুল্লাহ।"
কাসেম আরবাইনে জনতার উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেন, “ইমাম হুসাইন (রা.)-এর জিহাদ ও বিপ্লবের পথেই আমরা চলছি। প্রতিটি মুহূর্তে মানুষকে বেছে নিতে হবে তারা কার সঙ্গে থাকবে — হুসাইনের সঙ্গে নাকি ইয়াজিদের সঙ্গে।” তিনি আরও উল্লেখ করেন, "ইমাম খামেনেই এই পথের প্রতিনিধিত্ব করছেন এবং হিজবুল্লাহ সেই নির্দেশনার অনুসরণ করছে।"
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে কাসেম বলেন, “আমরা ফিলিস্তিনের মুক্তির পক্ষে এবং ইয়াজিদের বিরুদ্ধে। প্রতিরোধ ছাড়া লেবাননের কোনো সার্বভৌমত্ব নেই। যারা যুদ্ধ করে না, তাদের জিজ্ঞাসা করতে হবে, আগ্রাসনের সময় তারা কোথায় ছিল।”
তিনি ২০০৬ সালের বিজয়কে উল্লেখ করে বলেন, “এটি আল্লাহর আশীর্বাদে সম্ভব হয়েছিল। ইরান এখনও আমাদের পাশে রয়েছে এবং প্রতিরোধের পতাকা উঁচু থাকবে।”