ট্রাম্পের শুল্কযুদ্ধ: ভারত-মার্কিন সম্পর্কের জন্য বড় চ্যালেঞ্জ

যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্ত ভারতের রাশিয়া ও চীন থেকে দূরে থাকার ওয়াশিংটন পরিকল্পনাকে নষ্ট করেছে। বোল্টনের মতে, এ কারণে আমেরিকাকে বড় মূল্য দিতে হবে।
বোল্টন সিএনএনকে বলেন, "আমেরিকা আশা করেছিল, ভারতের ওপর শুল্ক চাপালে তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক কমিয়ে দেবে, কিন্তু তেল ক্রয়ের মাধ্যমে ভারত রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ হয়েছে। এতে স্বল্প ও দীর্ঘমেয়াদে ভারত-মার্কিন সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়বে।"
বিশ্লেষকরা বলছেন, "ট্রাম্পের এমন আচরণের পেছনে ভারত-পাকিস্তানের মধ্যস্থতায় ভারত সরকারের অনাগ্রহ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বার বার মধ্যস্থতার কথা বললেও নয়াদিল্লি তা প্রত্যাখ্যান করেছে, যা ট্রাম্পের মধ্যে হতাশা ও রাগ তৈরি করেছে।"
বর্তমানে ভারত সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি বিবাদ এড়িয়ে স্থৈর্য বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। কারণ তারা মনে করছে, মার্কিন শুল্ক ও অন্যান্য দাবিগুলো মূলত বাণিজ্য নয়, বরং রাজনৈতিক ও কূটনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
আগামী দিনে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মস্কো সফরে যাচ্ছেন, যেখানে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।