“নিরপরাধ মানুষকে শাস্তি দেওয়া যায় না” — অ্যান্থনি আলবানিজ

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ স্পষ্ট ভাষায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তবে তিনি জানিয়েছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মতো কোনো তাত্ক্ষণিক পরিকল্পনা সরকারের নেই।
রোববার (২৭ জুলাই) অস্ট্রেলিয়ার এবিসি টেলিভিশনের ইনসাইডারস অনুষ্ঠানে আলবানিজ বলেন, “একেবারে স্পষ্ট করে বলছি—খাদ্য সরবরাহ বন্ধ করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।”
তিনি জানান, মার্চ মাসে ইসরায়েলের গাজায় খাদ্য সরবরাহ বন্ধের সিদ্ধান্ত ছিল আন্তর্জাতিক আইনের স্পষ্ট বিরোধী।
“হামাসের কারণে নিরপরাধদের শাস্তি নয়”
আলবানিজ বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ইসরায়েলের দায়িত্ব হলো নিরীহ মানুষের প্রাণহানি রোধ করা। কিন্তু বাস্তবে আমরা দেখেছি, ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয়পক্ষেই বহু প্রাণহানি ঘটেছে। প্রতিটি জীবনই গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “হামাসের কর্মকাণ্ডের জন্য আপনি সাধারণ মানুষকে দায়ী করতে পারেন না। এই কৌশল আন্তর্জাতিকভাবে ইসরায়েলের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ করছে।”
অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টির মধ্য থেকেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি উঠলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন, “এই মুহূর্তে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নেই। দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পথেই আরও অগ্রগতি প্রয়োজন।”
এদিকে, টাইমস অব ইসরায়েল ও রয়টার্স সূত্র জানায়, তীব্র আন্তর্জাতিক চাপের মুখে রবিবার সকালে ইসরায়েল গাজায় প্রথমবারের মতো বিমান থেকে মানবিক ত্রাণ পাঠিয়েছে।
সাথে তারা জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক করিডোর স্থাপনেরও প্রতিশ্রুতি দিয়েছে, যাতে গাজার ভেতরে ত্রাণ পৌঁছানো সহজ হয়।