ভারতের রাজস্থানে স্কুলের ছাদ ধসে ৪ শিশুর মৃত্যু, ধ্বংসস্তূপে আটকা আরও অনেকে

ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলার একটি সরকারি স্কুলে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছে চার শিশু। শুক্রবার (২৫ জুলাই) জেলার মনোহর থানা এলাকার পিপলোদি সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ছাদ হঠাৎ ভেঙে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় ক্লাসরুমে প্রায় ৬০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ছাদ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বহু শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। প্রায় ২৫ জনের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে অংশ নেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের উদ্ধারকারী দল।
ঝালাওয়ারের পুলিশ কর্মকর্তা অমিত কুমার জানান, “এই ঘটনায় এখন পর্যন্ত চার শিশুর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন আরও ১৭ জন। তাদের মধ্যে ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য ঝালাওয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। এদের মধ্যে তিন থেকে চারজনের অবস্থা আশঙ্কাজনক।”
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ভবনটি বহুদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। তা সত্ত্বেও সেখানে পাঠদান চালু রাখা হয়। দুর্ঘটনার পর অভিভাবক ও স্থানীয়রা স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের অবহেলার অভিযোগ তুলেছেন।
দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে ইতোমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।